টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
‘ব্যথিত’ অপুর স্ট্যাটাস, নেট দুনিয়া তোলপাড়

‘ব্যথিত’ অপুর স্ট্যাটাস, নেট দুনিয়া তোলপাড়

দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহাগের সঙ্গে অপু বিশ্বাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অপরদিকে পুলিশের রিমান্ডে সোহাগ নারী পাচারের সঙ্গে জড়িত আরও কিছু মানুষের নাম প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছে কোরিওগ্রাফার গৌতম সাহার নামও।

পুলিশের তালিকায় গৌতম সাহার নাম আসার পর বেশ কিছু গণমাধ্যম গৌতমকে অপু বিশ্বাসের মিডিয়া ম্যানেজার দাবি করে খবর প্রকাশ করেছেন। অপু বিশ্বাসের নজরে বিষয়টি এলে তিনি এর প্রতিবাদ করেছেন। অপু বিশ্বাস জানিয়েছেন, তার কোনো মিডিয়া ম্যানেজার নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোন ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। আজকে কিছু নিউজে দেখছি যে ‘অপু বিশ্বাসের ম্যানেজার’। এভাবে কিছু নিউজ এর শিরোনাম দেয়া হচ্ছে । আপনাদের কাছে অনুরোধ এই সব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। ’

তার অনুরোধ না মানলে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করে অপু বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।

যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব।’

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital