ভুয়া শিক্ষিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাখ টাকা খোয়ালেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
এ ঘটনায় শিক্ষক হাবিবুর রহমান বাদী হয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই পশ্চিমপাড়া গ্রামের মো. সবুর মন্ডলের স্ত্রী মোছা. নার্গিস বেগম (৩০), যশাই কাঞ্জনপুর গ্রামের মো. জুলফিকার আলী জীবনের স্ত্রী মোছা. ফারজানা আক্তার রিয়া ওরফে অনুফা (২৫) এবং যশাই পশ্চিমপাড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে মো. সাবু মন্ডল (৩৬)। গ্রেপ্তারকৃতরা বর্তমানে রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের পারুল বেগমের বাড়িতে ভাড়া থাকেন।
শিক্ষক হাবিবুর রহমান জানান, তিন মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে গ্রেপ্তার হওয়া নার্গিস বেগমের সাথে তার পরিচয় হয়। নার্গিস তাকে জানান, তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। যে কারণে তাদের সাথে মাঝে মধ্যেই কথপোকথন হতো। আর সেই কারণেই নার্গিস তাকে রাজবাড়ী জেলা শহরের ভাড়া বাসায় চা খাওয়ার আমন্ত্রণ জানায়।
গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তিনি রাজবাড়ী আসেন এবং নিজের কিছু প্রয়োজনীয় কাজ সেরে নার্গিসের ভাড়া বাসায় যান চা খেতে। ওই সময় নার্গিস তাকে তার রুমে বসতে দেন। এর কিছু সময়ের মধ্যে সেই রুমে এসে তার পাশে বসে মোছা. ফারজানা আক্তার রিয়া ওরফে অনুফা। এরপর পরই সেখানে আসে সাবু মন্ডল। আর সাবু মন্ডল এসেই অনুফার সাথে অশ্লীল কাজ করছেন বলে উল্লেখ করে তাকে গালাগাল দিতে শুরু করে এবং বলে পাঁচ লাখ টাকা দিতে হবে। তা না হলে মানুষ ও পুলিশ ডেকে তুলে দেওয়ার ভয়ভীতি দেখায় এবং তাকে বিভিন্নভাবে নির্যাতন করে। বাধ্য হয়ে তিনি বিকাশে এক লাখ টাকা প্রদান করেন এবং বাকী টাকার জন্য চেক দেওয়ার কথা স্বীকার করে। সেই সাথে তার শ্যালক এসএম হারুন অর রশিদকে চেক আর নগদ ৫০ হাজার টাকা নিয়ে রাজবাড়ীতে আসতে বলেন। হারুন অর রশিদ রাজবাড়ীতে এসে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের বিষয়টি অবহিত করে। পরে গোয়েন্দা শাখার সদস্যরা তাকে উদ্ধার করে এবং ওই তিনকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জানান, মোছা. নার্গিস বেগম শিক্ষক নন। তিনি ভুয়া পরিচয় দিয়ে হাবিবুর রহমানের সাথে মোবাইলে সম্পর্ক স্থাপন করেন।