রংপুরের দুই বোন হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রিফাত নামের এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধায় মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের এক প্রেসবার্তায় এ তথ্য জানিয়েছেন।
ওই মাদ্রাসা ছাত্রের নাম মো. মাহফুজুর রহমান রিফাত (২০)। সে রংপুর কোতোয়ালী থানার মধ্য বাবুখাঁ এলাকার মো. এমাদুল ইসলামের ছেলে।
তিনি জানান, মামলা রুজুর পর হত্যায় জড়িত আসামি সনাক্ত ও গ্রেফতারে পুলিশ মাঠে নামে। শনিবার বিকেল তিনটায় রিফাতকে গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার তথ্য দেয়। তদন্ত এখনও অব্যাহত আছে।
উল্লেখ্য, শুক্রবার গনেশপুর এলাকা থেকে সোমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ মেঝেতে পরে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।