ঘানার আশান্তি রাজ্যের কুমাসি-অফিনসো রোডে বাস দুর্ঘটনায় দেশটির বয়সভিত্তিক দলের ৬ ফুটবলার প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
খবরটি শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসেসিয়েশন (জিএফএ)।
জানা যায়, তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। দেশটির জাতীয় কিশোর কমিটিও (এনজেসি) ৬ কিশোর ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
মৃত কিশোর ফুটবলার এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জিএফএ ও এনজেসি।