রাজধানীর পল্লবীতে নিজের ছেলের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থেকে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে পল্লবী থানা পুলিশ গ্রেফতার করে।
পল্লবী থানার উপপরিদর্শক সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, রবিবার দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই পুলিশের হেল্প লাইন ৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষণের অভিযোগ জানান। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থল মিরপুরে অভিযোগকারীর বাসায় যায়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে শ্বশুরকে গ্রেফতার করে।
জানা গেছে, অভিযুক্ত বৃদ্ধ একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। নিজের বাড়িতেই তিনি তার প্রতিবন্ধী ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করতেন বলে জানায় পুলিশ। ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে শ্বশুর তাকে ধর্ষণ করেছে। ৪ থেকে ৫ মাস আগে তার শাশুড়ি মারা গেছেন বলেও জানান তিনি।
এসআই শফিয়ার রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দল। সেখান থেকে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়। একই সাথে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করা হয়। তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।