টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শুভকামনা জানিয়ে ভিদালকে ‘বিদায়’ বললেন মেসি

শুভকামনা জানিয়ে ভিদালকে ‘বিদায়’ বললেন মেসি

বার্সেলোনায় দুই মৌসুমে খেলেছেন ভিদাল। পুরো মাঠ জুড়ে খেলতে দারুণ পারদর্শী এই মিডফিল্ডার কাতালানদের অনেক জয়ের রূপকার। মাঠে মেসির সঙ্গে তার বোঝাপড়া ছিল দারুণ। মাঠের বাইরেও তাদের সম্পর্ক ছিল মধুর। তাই চিলিয়ান মিডফিল্ডারের ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার মুহূর্তে শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে মেসি লিখেছেন, বার্সেলোনার ড্রেসিং রুম মিস করবে ভিদালকে।

৩৩ বছর বয়সী মিডফিল্ডারের ইন্টার মিলানে যোগ দেওয়া একরকম নিশ্চিত। ইতিমধ্যে মিলানে পৌঁছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা দেওয়া হয়ে গেছে তার। শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। তবে তার আগেই ভিদালকে বিদায় বলে দিয়েছেন মেসি। ইনস্টাগ্রাম পোস্টে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘একে অন্যের মুখোমুখি হওয়ার সময় কেবল তোমাকে চিনতাম আমি এবং সবসময় তোমাকে বিস্ময়কর লেগেছে। এরপর সৌভাগ্যক্রমে যখন তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ হলো আমার, তখন তুমি আমাকে আরও অবাক করলে।’

পোস্টের পরের অংশে মেসি লিখেছেন, ‘দুই বছরে তোমার ‍সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করেছি এবং তুমি তোমার একটা ছাপ ফেলে দিয়েছো। ড্রেসিং রুম তোমাকে মিস করবে আর্তুরো। তোমার নতুন সময় ও নতুন ক্লাবের জন্য শুভকামনা থাকলো। আমাদের আবার দেখা হবে নিশ্চিত।’

মেসির এই পোস্টের হৃদয়স্পর্শী জবাব দিয়েছেন ভিদাল, ‘ধন্যবাদ, এলিয়েন। ইতিহাসের সেরার সঙ্গে খেলতে পারাটা গর্বের। ধন্যবাদ এই বন্ধুত্বের জন্য। ‍এখনই তোমাদের সবাইকে মিস করছি। শিগগিরই আমাদের দেখা হচ্ছে।’

বার্সেলোনাকেও বিদায় বলে দিয়েছেন ভিদাল। এক বার্তায় চিলিয়ান তারকা জানিয়েছেন, বার্সেলোনা সবসময় থাকবে তার হৃদয়ে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital