ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও বিশ্বখ্যাত আগ্রার তাজমহল গতকাল সোমবার দর্শকদের জন্য ফের খুলে দেয়া হয়েছে। দেশটির অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এমন পরিস্থিতিতেও এটি খুলে দেওয়া হলো। তবে প্রথমদিন পর্যটকদের আগমণ খুব বেশি ছিল না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলা অব্যাহত থাকায় বিশ্বে সর্বোচ্চ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। ১০৩ কোটি জনসংখ্যার দেশ ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রতিদিন নতুন করে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে।
মার্চে কঠোর লকডাউন আরোপের পর কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহের উপায় ভেঙে পড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য দেশকে অনুসরণ করতে অনাগ্রহ দেখান। তবে সাম্প্রতিক মাসগুলোতে তার সরকার বিভিন্ন মার্কেট ও রেস্তোরাঁ খুলে দেওয়ার পাশাপাশি ট্রেন, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এসবের ধারাবাহিকতায় এখন মোদি সরকার দর্শকদের জন্য তাজ মহল খুলে দিলো।
ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র নয়াদিল্লীর দক্ষিণের আগ্রা নগরীতে বিশ্ববিখ্যাত এ সমাধিস্তম্ভ অবস্থিত। এটি শ্বেত পাথর দিয়ে তৈরি। প্রতি বছর প্রায় ৭০ লাখ লোক তাজমহল পরিদর্শন করেন। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই এটি বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন ৫ হাজার দর্শক তাজমহলে প্রবেশ করতে পারবেন।