টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নিয়ামতপুরে কলেজছাত্রীর চুল কাটার অভিযুক্ত নারী আটক

নিয়ামতপুরে কলেজছাত্রীর চুল কাটার অভিযুক্ত নারী আটক

গত ২০ সেপ্টেম্বর নওগাঁর নিয়ামতপুরে কলেজ পড়ুয়া ছাত্রীর মাথার চুল কেটে ও অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল আসামী রায়হানের স্ত্রী রূপা (২০)কে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ১২:১০ মিনিটে অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের সহকারী পরিদর্শক (এস আই) মতিয়ার রহমান সহ সঙ্গীয় মহিলা পুলিশ নিয়ে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে রূপার ফুফুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ   জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান ও মান্দা থানার সহকারী পুলিশ সুপার নির্যাতিতা  সূমীকে দেখতে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং আসামীর বাড়ী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন,অভিযুক্ত  মূল আসামী রায়হান কে গত ২১সেপ্টেম্বর গ্রেফতার করা হয় এবং বুধবার রায়হানের স্ত্রী রূপাকে  গ্রেফতার করা হয়েছে। তিনি  সাংবাদিকদের আরও বলেন এ ঘটনার সাথে আর যে কেউ জড়িত থাকুক না কেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন,মামলা দায়েরের পূর্বেই মূল আসামী রায়হান কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।এবং তার স্ত্রী রূপাকেও আজ বুধবার গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে অন্য কেউ যারা জড়িত আছে তাদের কেউ  গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital