টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মোবাইলে গেমস খেলতে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মোবাইলে গেমস খেলতে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে না দেয়ায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৬ বছরের স্কুলছাত্র নীরব বেপারী।

ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে ঘটে।

নীরব বেপারী কালকিনি সরকারীপাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কাতার প্রবাসী আঃ কাশেম বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে ভিডিও গেমস খেলা নিয়ে ছেলে নীরব কে বকা ও মারধর করে তার মা। পরে রাতে নীরব পাশের ঘরে অভিমান করে চলে যায়। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ করে না পেয়ে দরজা খুলে দেখে নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। রাতে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটস্থলে লোক পাঠিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital