টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
একদল গ্রামবাসীর সঙ্গে লড়ে গেলো দুটি বিড়াল

একদল গ্রামবাসীর সঙ্গে লড়ে গেলো দুটি বিড়াল

প্রস্তুতিটা ছিল রীতিমতো গ্রামে ডাকাত পড়ার মতোই। মসজিদের মাইক থেকে ঘোষণা আসে লাঠিসোটা নিয়ে প্রস্তুত হতে। গ্রামবাসী আর দেরি করেনি। তাৎক্ষণিক হাতে কাছে যে যা পেয়েছেন তা নিয়ে আক্রমণ করেন বনবিড়াল দুটির ওপর। তবে কম যায়নি বিড়াল দুটিও।

পাবনার চাটমোহরে দুটি বনবিড়াল আটক করেছে গ্রামবাসী। এর মধ্যে একটি বিড়ালকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং অন্যটি আধামরা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। তবে কম যায়নি বনবিড়াল দুটিও। জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ করে লাঠিসোটা নিয়ে আক্রমণ করা গ্রামবাসীদের ওপর। এসময় বিড়ালের আক্রমণে আহত হন তিনজন। শুক্রবার সকালে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম থেকে বনবিড়াল দুটি আটক করা হয়। পরে বন বিভাগ ও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে বনবিড়াল দুটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে পাঠিয়েছে।

গ্রামবাসীরা জানান, বামনগ্রাম কবরস্থানের পাশে দুইটি মেছোবাঘ একটি ছাগলকে আক্রমণ করে। এসময় আশপাশের লোকজন দেখে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে গ্রামের মসজিদের মাইকে ঘোষণাা দিয়ে গ্রামবাসী সমবেত হয়। লাঠিসোটা নিয়ে কবরস্থান ঘিরে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে প্রাণী দুইটি প্রাণ রক্ষার্থে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসী লাঠিসোটা নিয়ে তাদের মারতে থাকে। এক সময় ফিশিংক্যাট দুইটিকে আটক করা হলেও একটির মৃত্যু ঘটে।

উপজেলা বন কর্মকর্তা আ. কুদ্দুস জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়এ দুইটি প্রাণী আসলে ‘ফিশিং ক্যাট’ বা বনবিড়াল। মেছোবাঘ নয়। তিনি জানান, জীবিত ও মৃত দুইটি প্রাণীকেই পাবনা জেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা নিয়ে গেছেন। রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরে হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital