টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান

বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান

কওমি মাদরাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান।

শনিবার রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা লিখিতভাবে মতামত প্রদান করেন। বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা মোহাম্মদ জোবায়ের বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

বেফাকের কর্মকর্তা মাওলানা মুসলেহ উদ্দিন রাজু গণমাধ্যমকে বলেন, মজলিসে আমেলার সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।

বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। নির্বাচনে সরকার সমর্থক হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ৬৩ ভোট পেয়েছেন এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমর্থক নূর হোসেন কাসেমি ৫৫ ভোট পান।

জানা গেছে, মাহমুদুল হাসান গুলশান আজাদ সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকার পাশাপাশি সারাদেশের আলেমদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া অতীতে তাকে নিয়ে তেমন বিতর্কও দেখা যায়নি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital