টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নোয়াখালীতে নারীকে পাঁচখণ্ড করে হত্যা, উদ্ধার হলো শরীরের আরও তিন অংশ

নোয়াখালীতে নারীকে পাঁচখণ্ড করে হত্যা, উদ্ধার হলো শরীরের আরও তিন অংশ

জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে উত্তর জাহাজমারা গ্রামে বুধবার সকালে শামুক কুড়াতে গিয়ে নির্মম হত্যার শিকার হন নুর জাহান বেগম (৫৮) নামের এক নারী। হত্যার পর তাকে পাঁচ খণ্ড করে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার দিন পুলিশ পাশের ধানের ক্ষেত থেকে কাটা মাথা ও কোমরের অংশ উদ্ধার করলেও শরীরের অন্য অংশগুলো খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ওই নারীর বাড়ির অদূরে একই ধান ক্ষেতের মাঠ থেকে তার শরীরের গলা থেকে বুকসহ কোমরের উপরিভাগ ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহতের ছেলে হুমায়ুন কবির বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত নারী নুর জাহান বেগম উত্তর জাহাজমারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার পরির্দশক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, সকাল থেকে পুলিশ ও এলাকার লোকজন একই ধান ক্ষেতের মাঠে তল্লাশি করে এক পর্যায়ে শরীরের আলাদা তিন অংশ উদ্ধার করে। নিহতর লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দুপুরে ঘটনাস্থল থেকে ফিরে এ হত্যাকাণ্ড সম্পর্কে জানান, গরীর বিধবা এই নারী কেন, কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital