টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সামরিক শক্তিতে আরও অগ্রগতি, এবার ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান

সামরিক শক্তিতে আরও অগ্রগতি, এবার ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান

সামরিক শক্তিতে আরও এক ধাপ উন্নতি ইরানের। নিজেদের তৈরি ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে দেশটি।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে তার দেশ ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে। এ জাহাজ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বলে তিনি জানান।

মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে অ্যাডমিরাল খানজাদি এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ তথ্য জানান।

 

তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজের নাম দেওয়া হয়েছে ‘পার্সিয়ান গাল্ফ’ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে।

ইরানের এ কমান্ডার জানান, নতুন যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে।

খানজাদি আরও জানান, নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে সমুদ্রগামী ‘দিনা’ যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে। এছাড়া, আগামী মাসে ইরানের নৌ বাহিনী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে।

মার্কিন সরকার এবং তার পশ্চিমা মিত্রদের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গত কয়েক বছরে সামরিক খাতে বিরাট অগ্রগতি লাভ করেছে। সামরিক খাতের বিভিন্ন অংশে ইরান সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital