টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পৃথিবী থেকে উধাও হতে শুরু করেছে করোনা: ট্রাম্প

পৃথিবী থেকে উধাও হতে শুরু করেছে করোনা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবী থেকে এরইমধ্যে উধাও হতে শুরু করেছে করোনা ভাইরাস। শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই করোনার কোনো নামগন্ধই থাকবে না। করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউজে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি খুব ভালো আছেন। যদিও এখনও করোনা থেকে পুরোপুরি মুক্ত হননি। তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দেন ট্রাম্প।

বলেন, চীনা ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শিগগিরই বাজারে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital