রাহুল গান্ধী করোনাভাইরাস নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের ভূমিকার প্রশংসা করলেন। ভারত সরকারের চেয়ে পাকিস্তান সরকার করোনাভাইরাসের সংক্রমণ ভালোভাবে নিয়ন্ত্রণ করছে বলে জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা বিষয়ক গ্রাফ নিয়ে কথা বলেন রাহুল।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ১০.৩ শতাংশ, আফগানিস্তান ৫ শতাংশ, শ্রীলঙ্কা ৪.৬ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে। একটি টুইটে বিজেপি-কে ব্যঙ্গ করে রাহুল বলেন, এটা ভারত সরকারের ‘সলিড অ্যাচিভমেন্ট’।
আইএএফএফের ওই প্রতিবেদনে বলা হয়, যতোটা আশঙ্কা করা হয়েছিল, বিশ্বের অর্থনৈতিক সঙ্কট ততোটা ভয়াবহ হবে না। তবে ‘গ্লোবাল জিডিপি’ ৪.৪ শতাংশ কমতে পারে।
কিন্তু ভারতের অবস্থা বেশ সঙ্গিন। কেননা, একটি সূত্র থেকে জানা গিয়েছে, ৪৬ শতাংশ ভারতবাসী করোনার আগে যে পরিমাণ রোজগার করতেন এখন তার চেয়ে কম করছেন। খবর: জি নিউজ।