দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, তাজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন খসরু, মোহাম্মদ ইসলাম, রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুন্সি সাইদুজ্জামান, ফখরুদ্দিন মিয়া কালু, আব্দুল হাই, মহি উদ্দিন খোকা, রওশন জামির রানা, এন আই আহমেদ সৈকত।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, দিল মোহাম্মদ খোকা, মাহবুবুর রহমান পলাশ, যুগ্ম-সম্পাদক জাফর আহম্মেদ রানা, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খা, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা,প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ সম্পাদক শাহজালাল রিপন, সহ-সম্পাদক নাছির উদ্দিন, হাবিবুর রহমান পারভেজ, শেখ রাসেল রাজু, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম মানিক, এম আর মিঠু সহ যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও হত্যা করেছিল ঘাতকরা। ১১ বছরের রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।