টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
প্রতারক চক্রের মূলহোতা নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

প্রতারক চক্রের মূলহোতা নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

বহুল আলোচিত মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম মূলহোতা নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েল ( রিচার্ড ফিলিফ পরিচয়দানকারী) গ্রেফতার হয়েছেন। গত বুধবার (২১ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্যামুয়েল দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের কার্যক্রম এনএসআই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে নজরদারী করে আসছিল।

মূলত স্যামুয়েল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিতেন। টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিতেন।

এনএসআইয়ের সূত্র বলছে, স্যামুয়েল দীর্ঘদিন যাবৎ নিজেকে কোকাকোলার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিত এবং মানুষদেরকে বলতো কোকাকোলা কোম্পানি আপনার নামে পুরস্কার পাঠিয়েছে। পুরস্কার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তারপরই আপনি আপনার পুরস্কারটি হাতে পাবেন বলে তিনি মানুষদের ধোকা দিতেন।

এছাড়াও স্যামুয়েল বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিত। তার দ্বারা প্রতারণার শিকার হয়ে বহু নিরীহ মানুষ অনেক অর্থ হারিয়েছে। এখনও অন্যান্য চক্র একইভাবে নিরীহ মানুষদের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital