টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জয়ের আভাস বাইডনের

জয়ের আভাস বাইডনের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর মোট ২৭০ টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। দেশটির মিডিয়া জরিপের পূর্বাভাসে অর্ধেকের বেশি রাজ্যের ফল ঘোষিত হয়েছে। এতে অনেকটা এগিয়ে রয়েছেন বাইডেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বাইডেন ২০৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ১১৮ টি।
পূর্বাভাসে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ও সাউথ ডাকোটা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা, উটাহ , নেব্রাস্কা ও ওয়াইয়োমিংয়ে জিতবেন। অন্যদিকে ডেমোক্র্যাট জো বাইডেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ারে, ইলিনয়, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউ মেক্সিকো ও নিউ হ্যাম্পশায়ার জিততে পারেন। সূত্র : বিবিসি

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital