নিহত ফারহান নগুয়া প্রথম মোড় এলাকার আবদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী সদরে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনের উপর্যুপরি ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিজয়ের মৃত্যু হয়।