ডা. ফাহিম ইউনুস : [২]বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দীর্ঘায়িত হচ্ছে। শিগগিরই ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা। করোনা নিয়ে গবেষণায় অনেক অজানা তথ্য বেরিয়ে এসেছে। আতঙ্কিত না হয়ে এই ভাইরাসটি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডা. ফাহিম ইউনুস আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে সংক্রামক রোগ ক্লিনিকের প্রধান। তিনি বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে কাজ করছেন প্রায় ২০ বছর ধরে। তিনি করোনা নিয়ে টুইটারে কিছু তথ্য প্রকাশ করেছেন।
[৩]তিনি লিখেছেন, ‘আমরা কত মাস বা কত বছর কভিড-১৯ এর সঙ্গে থাকব তা কেউ জানি না। এই অজানা সময়কে অস্বীকার করার যেমন দরকার নেই, তেমনি আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই। কভিড ভাইরাস পর্যবেক্ষণ করে আমরা বিজ্ঞানীরা এ পর্যন্ত যা বুঝেছি তাতে বলতে পারি, আমাদের জীবনকে অহেতুক কঠিন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সুখে থাকা দরকার, এজন্য দরকার করোনা নিয়ে সত্য কথাগুলো জানাই।