মাঝখানে কয়েকদিন বিরতি দিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছেন কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্র। প্রভাবশালী ওই চক্রের বালু উত্তোলন ঠেকাতে লাগাতার অভিযান পরিচালনা করে আসছে স্থানীয় প্রশাসন।
তবে প্রশাসনের অভিযানে অভিযুক্তদের জেল-জরিমানা করা হলেও থেমে নেই তাদের এই অবৈধ তৎপরতা। সবশেষ বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনকারী চক্রের কয়েক সদস্য হাতেনাতে ধরা পড়েন। বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেয়া হয়।