শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সেন্দা-শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল সিফাত। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি, পরে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে সিফাতকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সাফোকেশন হয়ে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।