টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব কাসেমী

আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শফীর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী। সারা দেশের কাউন্সিলরদের ভোটে আমির ও মহাসচিব নির্বাচিত হন।

আজ রবিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এই অরাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধ ও আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের একটি অংশ। চট্টগ্রাম প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital