টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হাফিজ ঝড়ে ফাইনালের আশা বেঁচে থাকলো তামিমদের

হাফিজ ঝড়ে ফাইনালের আশা বেঁচে থাকলো তামিমদের

মোহাম্মদ হাফিজের ৪৬ বলে অপরাজিত ৭৪ রানের সুবাদে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার আশা বেঁচে আছে তামিম ইকবালের লাহোর কালান্দার্সের। গতরাতে প্লে-অফের প্রথম এলিমিনেটরে লাহোর ৫ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমিকে। ব্যাট হাতে ১০ বলে ১৮ রান করেন তামিম।
এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে উঠলো লাহোর। সেখানে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানস। গতকালই প্রথম কোয়ালিফাইয়ারে করাচি কিংসের কাছে সুপার ওভারে হারে মুলতান। মুলতানকে হারিয়ে ফাইনালে উঠে করাচি।
করাচিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে লাহোর। ব্যাটসম্যানদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ভালো সংগ্রহ পায় পেশোয়ার। ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে তারা। দলের পক্ষে শোয়েব মালিক ৩৯, দক্ষিণ আফ্রিকার হার্দুস ভিলিয়ন ১৬ বলে ৩৭ রান করেন।
জবাবে ফখর জামানের সাথে ইনিংস শুরু করেন তামিম। দ্বিতীয় ওভারে দু’টি চার মারেন তামিম। তৃতীয় ওভারের প্রথম বলে জামানকে হারালেও, চতুর্থ বলে ছক্কা হাঁকান তামিম। ঐ ওভারের শেষ বলে বিদায় নিতে হয় তামিমকে। দলীয় ২৫ রানে তামিম ফিরেন। ২টি চার ও ১টি ছক্কায় ১০ বলে ১৮ রান করেন তামিম।
শুরুতে ৩৩ রানে ৩ উইকেট হারালেও, হাফিজের দুর্দান্ত ব্যাটিংএ ১৯ ওভারেই জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৭৪ রান করে ম্যাচ সেরা হন হাফিজ।
আজই দ্বিতীয় এলিমিনেটরে মুলতানের মুখোমুখি হবে লাহোর। আগামী ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।বাসস

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital