২০২০ ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নামে মার্কিন পররাষ্ট্র বিভাগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন-আইআইএ’র যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এছাড়াও শিক্ষার্থী পাঠানোর বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছেন তাদের মধ্যে স্নাতক পর্যায়ে ৫ হাজার ৭৮৭জন শিক্ষার্থী রয়েছে। যা ২০১৮/১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯.৬% বেশি।
যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে ৭৫% শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে পড়াশুনা করছে। ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয় পড়াশুনা করছে ৭ ভাগের বেশি শিক্ষার্থী। আর ৬ ভাগ শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান বিভাগে পড়ছেন।
এই প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিদেশী শিক্ষার্থীদের প্রথম পছন্দের গন্তব্য। দেশটির মোট শিক্ষার্থীর ৫.৫ ভাগ বিদেশী শিক্ষার্থী রয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশটিতে ১০ লাখের বেশি বিদেশী শিক্ষার্থী পড়াশুনা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছে।