খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ২৪৫তম দিনে রোগীর সংখ্যা সাড়ে ২৩ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৫ জন। এ নিয়ে বিভাগে এখন করোনা রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৫৩২। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।
অধিদপ্তরের তথ্যমতে, বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৩৪। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার ৯৪ দশমিক ৪৮ শতাংশ।