বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
মার্কিন গণমাধ্যম বলছে, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। নতুন করে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ইরানের ১০ জন ব্যক্তি ও ৫০টি প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী সংস্থা।
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীসহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে খামেনি নিয়ন্ত্রিত ‘বনিয়াদ মোস্তাজাফান’ নামে একটি প্রতিষ্ঠান।