শিশুর মা বাদী হয়ে রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই উপজেলার বান্না গ্রাম থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আবুল হাসান উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম এবং ওই গ্রামের কামাল সিকদারের ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, আবুল হাসানের কাছে গ্রামের বেশকিছু শিশু প্রতিদিন ভোরে মক্তবে আরবি পড়তে যায়। সর্বশেষ গত ২১ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৫টায় আরবি পড়তে গেলে ছুটির পর আবুল হোসেন নির্যাতিত শিশুটিকে ডেকে তার কক্ষে নিয়ে যায়। এরপর তার ইছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে বিকৃত যৌনাচার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।