টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হাজী সেলিমের এলাকায় ১৫০ স্থাপনা উচ্ছেদ

হাজী সেলিমের এলাকায় ১৫০ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের এলাকায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বুড়িগঙ্গী নদীর তীরবর্তী বাবুবাজার থেকে সোয়ারীঘাট এলাকায় এ অভিযান চলে।

অভিযানে বুড়িগঙ্গা তীরের দেড় একর খাস জমি উদ্ধার হয়। এছাড়াও নির্বিঘ্নে যাত্রী যানবাহন চলাচলের স্বার্থে বাবুবাজার থেকে সোয়ারীঘাটের কাছে চাঁন সরদার কোল্ড স্টোরেজ পর্যন্ত ভাসমান দোকান অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এসময় উপস্থিত ছিলেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা।

হাজী সেলিমের কোল্ডস্টোরেজ না ভাঙার বিষয়ে জানতে চাইলে গুলজার আলী বলেন, কোল্ড স্টোরেজটির ভেতরে ব্যবসায়ীদের কাঁচামাল রয়েছে। উচ্ছেদ অভিযান চালালে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই স্টোরেজ কর্তৃপক্ষের অনুরোধে সেটি ভাঙা হয়নি। তবে মালামাল সরানোর পর তারা নিজেরাই এটি ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে রোববার ওয়াইজঘাট থেকে বাদামতলী এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। বাদামতলী এলাকায় হাজী সেলিমের ঘনিষ্ঠদের গড়ে তোলা অবৈধ ১৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে বুড়িগঙ্গা তীরের অন্তত তিন একর খাস জমি উদ্ধার হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital