টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
গাজীপুরে ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শুক্রবার সকালে কভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সিরাজ মিয়া (৪৫), ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া এলাকার মো. মইজদ্দিনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, সিরাজ মিয়া শ্রীপুর উপজেলার মাওনার সিঙ্গারদীঘি এলাকা থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় নয়নপুর এলাকায় (আরএকে সিরামিকস কারখানার সামনে) পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একইগামী একটি কভার্ডভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সিরাজ মিয়া মহাসড়কে ছিটকে পড়ে এবং তাকে চাপা দিয়ে কাভারভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিরাজ মিয়া নিহত হন। গাড়ি আটক ও লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের ভাই মো. বেলাল হোসেন জানান, সিরাজ শুক্রবার ভোরে মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের মাওনার সিঙ্গারদীঘি (শশুরবাড়ি) এলাকায় খড় কিনতে যান। পরে কাজ সেরে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital