মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, সিরাজ মিয়া শ্রীপুর উপজেলার মাওনার সিঙ্গারদীঘি এলাকা থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় নয়নপুর এলাকায় (আরএকে সিরামিকস কারখানার সামনে) পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একইগামী একটি কভার্ডভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সিরাজ মিয়া মহাসড়কে ছিটকে পড়ে এবং তাকে চাপা দিয়ে কাভারভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিরাজ মিয়া নিহত হন। গাড়ি আটক ও লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের ভাই মো. বেলাল হোসেন জানান, সিরাজ শুক্রবার ভোরে মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের মাওনার সিঙ্গারদীঘি (শশুরবাড়ি) এলাকায় খড় কিনতে যান। পরে কাজ সেরে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন