টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বীরাঙ্গনার চরিত্রে ‘প্রিয় কমলা’ নিয়ে আসছেন অপু বিশ্বাস

বীরাঙ্গনার চরিত্রে ‘প্রিয় কমলা’ নিয়ে আসছেন অপু বিশ্বাস

মুক্তিযুদ্ধের সময় অজপাড়াগাঁয়ের এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘প্রিয় কমলা’। ছবিটিতে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে।

জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং একই সঙ্গে চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, যুদ্ধের সময় একেবারে অজপাড়াগাঁয়ের এক নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং সেই ভাষণের প্রভাব সেই গ্রামীণ জনপদের মানুষের ওপর পড়ে। সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে যুক্ত করিয়ে দেখানো হয়েছে।

অপু বলেন, এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital