[৩] কোভিডের ২৭৫ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬৯ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৫৯১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন। মোট মারা গেছেন ৬৮৭৪ জন।
[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ১২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে সাতজন এবং রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশালে একজন করে মারা গেছেন। সিলেট ও রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
[৫] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫.৩০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩.০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচেনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।