[৩] সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আলাতের ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
[৪] এসময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে ১০ হাজার, রফিকুল ইসলামকে ২০ হাজার, মুকুল মিয়াকে ৩০ হাজার, আশরাফুল ইসলামকে ২০ হাজার, শফিকুল ইসলামকে ৫০ হাজার, আইনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
[৫] রংপুর র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, শঠিবাড়ী বন্দরে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ পলিথিনের ব্যবসায় করে আসছিল। আজ বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ীর দোকান থেকে ২২৫০ কেজি পলিথিন উদ্ধারসহ ৬ জন ব্যবসায়ীর ১ লাখ ৬০ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। এসময় মাক্স পরিধান না করায় ৩ জনকে ৩০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী