রাজধানীর হাতিরঝিল, কুমিল্লা ও চট্টগামের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা দয়ের করা হয়েছে।
[৪] এছাড়া একই দিন একই স্থান থেকে ব্যাটালিয়নের অপর একটি দল অভিযান চালিয়ে ৪১০ বোতল ফেন্সিডিলসহ সেলিম উদ্দিন (২৮) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও ১টি মোবাইল ফো সেট জব্দ করা হয়েছে।
[৫] আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করছিলো বলে জানিয়েছে র্যাব-১০।
[৬] এদিকে ডিএনসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দুটি টিম কোতোয়ালি, বাকলিয়া ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় হাফেজ আহম্মদ ওরফে হাসান (২০), মো. সাইফুল (১৮), মো. রশিদ উল্লাহ (২৫) ও মো. শাহ আলম (৩৬) নামের চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
[৭] অপরদিকে রাজধানীর হাতিরঝিলের মালিবাগ চৌধুরী পাড়ায় রোববার অভিযান চালিয়ে ২৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. সাকিল (১৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। সাকিল কক্সবাজার থেকে ইয়াবা কেনে ঢাকায় এনে বিক্রি করতো।