টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ভারতের অন্ধ্রপ্রদেশে রহস্যময় রোগে আক্রান্ত শতাধিক মানুষ

ভারতের অন্ধ্রপ্রদেশে রহস্যময় রোগে আক্রান্ত শতাধিক মানুষ

এলুরু অঞ্চলের চিকিৎসকরা বলছেন, বমি বমি ভাব এবং তারপর অজ্ঞান হয়ে পড়ার পর ২২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে। বিবিসি

[৩] স্থানীয় গণমাধ্যমগুলো বলছে অসুস্থ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ করেই বমি করা শুরু করে। এনডিটিভি

[৪] চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে এই শিশুরা। এদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে এবং তাদের শরীরে খিচুনি দেখা দেয়। অসুস্থদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে ওঠে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন রক্ত পরীক্ষায় কোনও ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এলুরু সফর করেছেন। তারা পানি ও বায়ুতে কোন ধরনের দূষণের কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital