টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মঙ্গলবার ভারত বনধ পালন করলেন কৃষকরা

মঙ্গলবার ভারত বনধ পালন করলেন কৃষকরা

কার তাদের দাবি না মানায় আজ মঙ্গলবার ভারত বনধ পালন করলেন কৃষকরা।  তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের প্রতিবাদে তাদের এই বনধের ডাক। কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে ১৫টি রাজনৈতিক দল।

ফলে, গোটা দেশেই এই বনধের প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। একাধিকবার সরকারের সঙ্গে কৃষক পক্ষের বৈঠকে কোনও রফা মেলেনি। আইন বাতিল করতেই হবে, দাবিতে অনড় কৃষকরা।

বনধ উপলক্ষে কোনও দোকান জোর করে বন্ধ করা যাবে না, সোমবার এ কথা স্পষ্ট করে দেন কৃষকরা। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত সম্পূর্ণ ভারত বনধ পালিত হবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে’।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বনধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জোর করে দোকান বন্ধ বা সাধারণের গতিবিধি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital