চার রাজ্যের নির্বাচন বাতিল করা নিয়ে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলা খারিজ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প চটেছেন সুপ্রিম কোর্টের ওপর। একের পর এক টুইটবার্তায় তিনি সুপ্রিম কোর্ট এবং তার প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের ওপর ক্ষোভ ঝাড়ছেন। অন্যদিকে তার সমর্থকরা বলছেন, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ লড়াই চলবে।
অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কেন নির্বাচনের আগে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সম্পর্কে সত্য প্রকাশ করলেন না, তা নিয়ে গতকাল টুইট করেন ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলের এমন উদ্যোগ রিপাবলিকান পার্টিকে বিরাট সুবিধা দিত বলে তিনি উল্লেখ করেন। পৃথক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্ট তাকে দমিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের কোনো সাহস ও প্রজ্ঞা নেই বলে তিনি টুইটবার্তায় উল্লেখ করেন।