অবশেষে সিনেমায় নাম লেখাতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করা হলেও সিনেমায় দেখা যায়নি তাকে। অবশেষে সেটিই ঘটতে চলেছে, তাও আবার যশরাজ ফিল্মসের মতো বিরাট ব্যানারে। নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
পিরিয়ডিক ড্রামার এই ছবিতে জুনায়েদের নায়িকা হচ্ছেন দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডে। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। উনবিংশ শতকের ব্রিটিশ ভারতের পটভূমিতেই এগোবে ছবির গল্প। ছবিতে জুনায়েদকে দেখা যাবে একজন সাংবাদিক ও সমাজকর্মীর ভূমিকায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনটাই।
উল্লেখ্য, আমির কন্যা ইরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও জুনায়েদ আড়ালেই ছিলেন। তবে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে নাটকে কাজ করেছেন।