টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ডাকাতির ১ মাস পর টাকা উদ্ধার সোনালী ব্যাংক

ডাকাতির ১ মাস পর টাকা উদ্ধার সোনালী ব্যাংক

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার এক মাস পর চার জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা, দু’টি মোটরসাইকেল, দু’টি খেলনা পিস্তল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ১৫ নভেম্বর বেলা ১টার সময় চুয়াডাঙ্গার উথলী বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় ফিল্মিস্টাইলে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ সর্বোচ্চ গুরত্ব দিয়ে ডাকাতদেরকে গ্রেপ্তারসহ লুট হওয়া অর্থ উদ্ধারে অভিযানে নামে। ক্রাইম পেট্রোল দেখে ডাকাতির পরিকল্পনা করে তারা।

সোমবার মধ্যরাতে ডাকাতির মুল হোতা জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সাফাতুজ্জামান রাসেল, রকি, মাহফুজ আহম্মেদ আকাশ ও হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের স্বীকারোক্তি মোতাবেক ব্যাংক থেকে লুট হওয়া নগদ ৫ লাখ ৩ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়। বিকালেই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital