টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
প্লে স্টোরে ‘সেলফি উইথ হিরো আলম’

প্লে স্টোরে ‘সেলফি উইথ হিরো আলম’

গুগল প্লে স্টোরে আলোচনায় এসেছে হিরো আলমের অ্যাপ। তার অ্যাপের নাম ‘সেলফি উইথ হিরো আলম’। এরই মধ্যে হিরো আলমের অ্যাপটি ৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে।

গুগল প্লে স্টোরে গিয়ে Selfie With Hero Alom লিখেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, হিরো আলম নামে তিনি পরিচিতি পেলেও তার আসল নাম আশরাফুল আলম সাঈদ। শুরুতে তিনি বিভিন্ন জনপ্রিয় গানের ভিডিও নির্মাণ করে ভাইরাল হন। এরপর তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন।

বর্তমানে হিরো আলম গানও গাইছেন। অন্যদিকে ইউটিউব ভিত্তিক প্রচারিত নাটকেও অভিনয় করছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital