এসময় মো. ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকেও আটক করা হয়। শনিবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ট্রাকসহ চোরাকারবারিকে আটক করা হয়। ইউনুস হোসেনের বাড়ি কক্সবাজার জেলায়।’ মোজাম্মেল হক আরো বলেন, ‘ট্রাকটিতে বিশেষ কৌশলে ৪০ হাজার পিস ইয়াবা লুকানো ছিল। অভিযানে ইয়াবা ব্যবহৃত ট্রাক, একটি মোবাইল ফোন, চারটি গরু এবং মাদক বিক্রির ১২ হাজার ৯২০ টাকাও জব্দ করা হয়েছে। ’প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস জানিয়েছেন, ‘তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার মিরপুর ও এর আশে-পাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’