জুয়েলিমিখিজে শুক্রবার এক টুইটে লিখেন, আমাদের জিনোমিক বিজ্ঞানীরা সার্স-কভ-২ ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত করেছে। এটিকে ডাকা হচ্ছে ৫০১.ভি২ ভ্যারিয়ান্ট হিসেবে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে জোরালো ইঙ্গিত মেলে যে, আমাদের এখানে দ্বিতীয় দফা সংক্রমণের পেছনে ভাইরাসটির এই নতুন স্ট্রেইনই দায়ী।
আফ্রিকা মহাদেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ আফ্রিকায়। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটি রবিবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১২ হাজার ৪৭৭ জন। আর মারা গেছেন ২৪ হাজার ৫৩৯ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৭৮২ জন।