টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়

আফ্রিকায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটিতে করোনার নতুন একটি প্রকরণ বা স্ট্রেইন দেখা দিয়েছে। ফলে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিমিখিজে সম্প্রতি এ তথ্য জানান।

জুয়েলিমিখিজে শুক্রবার এক টুইটে লিখেন, আমাদের জিনোমিক বিজ্ঞানীরা সার্স-কভ-২ ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত করেছে। এটিকে ডাকা হচ্ছে ৫০১.ভি২ ভ্যারিয়ান্ট হিসেবে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে জোরালো ইঙ্গিত মেলে যে, আমাদের এখানে দ্বিতীয় দফা সংক্রমণের পেছনে ভাইরাসটির এই নতুন স্ট্রেইনই দায়ী।

আফ্রিকা মহাদেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ আফ্রিকায়। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটি রবিবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন  ৯ লাখ ১২ হাজার ৪৭৭ জন। আর মারা গেছেন ২৪ হাজার ৫৩৯ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৭৮২ জন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital