টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চীন ও রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দক্ষিণ কোরিয়া

চীন ও রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দক্ষিণ কোরিয়া

দেশের আকাশসীমায় প্রবেশ করায় রাশিয়া ও চীনের ১৯ সামরিক যুদ্ধবিমানকে তাড়া করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এ দাবি করে দেশটি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে জানিয়েছে তাদের এমন ঘটনা পুনরাবৃত্তি করা উচিত না।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) অনুযায়ী চারটি চীনা যুদ্ধবিমান কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেডিআইজেড) প্রবেশ করে। আর রাশিয়ান বিমান ছিল ১৫টি। রাশিয়ার বিমানগুলো চীনের বিমানগুলোকে অনুসরণ করছিল।

এরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশটির বিমানবাহিনীর যোদ্ধাদের কৌশলগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। তাদের (কোরিয়া) এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢেকার আগেই সেখান থেকে চলে আসে।

তবে জেসিএস জানিয়েছে, এই ঘটনায় মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ মহড়া দিচ্ছিল। তবে এটি আরও বিশ্লেষণ প্রয়োজন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital