সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে গত সপ্তাহ ধরে বেড়েছে শীতের প্রকোপ। ঠাণ্ডা বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল মানুষসহ বয়স্ক ও শিশুরা কষ্টে রয়েছে। গত তিনদিন ধরে সূর্যের দেখা মেলেনি চাঁপাইনবাবগঞ্জে।
হঠাৎ সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডা রয়েছে সকাল-সন্ধ্যা। অতিরিক্ত কুয়াশায় মাঠে কাজ করতে পারছে না সাধারণ খেটে খাওয়া কৃষকরা। হঠাৎ ঠাণ্ডা বেশি ও তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের দেখা দিচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ।
বর্তমানে শীতের প্রকোপে নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বেশ দুর্ভোগে। অভাবী ও ছিন্নমূল মানুষেরা শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছে।