টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার গোল করে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা মেসির একার করে নেওয়াটা ছিল সময়ের ব্যাপার। অপেক্ষাটা আর বাড়াননি তিনি।

বড়দিনের আগে বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের মাঠেই সান্তোসের জার্সিতে পেলের ৬৪৩ গোল ছাপিয়ে গেলেন মেসি, বার্সার জার্সিতে করলেন নিজের ৬৪৪তম গোল।

১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর বাকিটা ইতিহাস।

মঙ্গলবার রাতে ভায়োদলিদের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ ম্যাচে গোল করেছেন ক্লেমেন্ত লংলে ও মার্টিন ব্রাথওয়েটও।

এ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় পঞ্চম অবস্থান ধরে রেখেছে বার্সা। ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট রয়েছে মেসিদের। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital