আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে মজনু সরদার (৪৫) এবং কেশবপুর উপজেলার ব্রকাঠি গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে মোকাম মোল্লা (৫৩)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ওই ব্রিটিশ মুদ্রা, ম্যাগনেট সংযুক্ত সীমানা পিলার এবং চামড়ার তৈরি ম্যাপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।