টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়ায় স্ত্রীকে ডিভোর্স

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়ায় স্ত্রীকে ডিভোর্স

ভারতে রাজনৈতিক দল-বদলের কারণে এক রাজনীতিবিদ-দম্পতির বহুদিনের সংসার হুমকির মুখে পড়েছে। সম্প্রতি ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এমপি সৌমিত্র খাঁ তার স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ দল পরিবর্তন করে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার একদিন পর তাকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন।

পশ্চিমবঙ্গ রাজ্যে আর কয়েক মাস পর সাধারণ নির্বাচন এবং তাতে প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুটো দল- বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই।

মণ্ডল খাঁ সোমবার কলকাতায় সংবাদ সম্মেলন আয়োজন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পেছনে তিনি বেশ কিছু কারণের কথাও তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিজেপি তার প্রতি কোন ধরনের সম্মান প্রদর্শন করেনি।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন ‘দুর্নীতিবাজ নেতাকে’ দলে নেওয়া হয়েছে এবং দলের প্রতি তাদের এই আনুগত্যের কারণে তাদেরকে পুরস্কৃত করারও অঙ্গীকার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে বিজেপি। তাহলে আমি কেন এই দলে থাকবো? কেন আমি এ-টিম তৃণমূল কংগ্রেসেই যাবো না?

এর কয়েক ঘণ্টা পরেই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার স্বামী সৌমিত্র খাঁ। স্থানীয় সাংবাদিকরা এই ঘটনাকে অত্যন্ত নাটকীয় বলে উল্লেখ করেছেন।

এসময় তিনি কাঁদতে কাঁদতে তার স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদের ‘১০ বছরের সম্পর্কের ইতি’ টানার সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন।

স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-র প্রতি তিনি অনুরোধ জানান তিনি যেন তার নাম থেকে ‘খাঁ’ নামটি ফেলে দেন।

বিজেপির এই এমপি বলেন, অনুগ্রহ করে এখন থেকে সারনেম হিসেবে খাঁ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এখন থেকে নিজেকে আর সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসেবে পরিচয় দেবেন না। আপনার রাজনৈতিক গন্তব্য ঠিক করার সমস্ত স্বাধীনতা আমি আপনাকে দিচ্ছি। সূত্র: বিবিসি বাংলা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital