টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আসছে স্মার্ট ইলেকট্রিক বাইক

আসছে স্মার্ট ইলেকট্রিক বাইক

হিরো মটো কর্প বাজারে এনেছে স্মার্ট ইলেকট্রিক বাইক। ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা এ প্রতিষ্ঠানটির নির্মিত বাইকের দাম কিছুটা চড়া। হিরোর ইলেকট্রিক সাইকেলটিতে অ্যালয় ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফলে এটি খুবই হালকা।

ই-সাইকেলটিতে দেয়া হয়েছে হাব শক্তিশালী হাব মোটর। এতে ২৫০ ওয়াটের মোটর ব্যবহৃত হয়েছে। এর হ্যান্ডেলবারের দুই প্রান্তেই থ্রটল দেয়া হয়েছে। ফলে এটি চালানো ও নিয়ন্ত্রণ করা খুবই সহজ।

হিরো দাবি করছে বাইকটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত একটানা চালানো যাবে। এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ঘন্টায় ২৫ কিলোমিটার। গতি কম হওয়ার কারণে এই ই-বাইক চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে না। তবে নিরাপত্তার জন্য অবশ্যই হেলমেট পরতে হবে।

ই-বাইকটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে স্মার্টফোন চার্জ দেয়ার সুবিধা। এর গিয়ার ইকুইপমেন্টে জাপানের শিমানোর তৈরি। এর রিয়ারে আছে সেভেন স্পিড ক্যাসেট টাইপ ফ্রি হুইল। ফ্রন্টে আছে টেলিস্কোপিক ফর্ক।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital