টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনার টিকা নিতে অনিচ্ছুকদের তালিকা করবে স্পেন

করোনার টিকা নিতে অনিচ্ছুকদের তালিকা করবে স্পেন

করোনার টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করছেন এমন ব্যক্তিদের নাম নিবন্ধন করছে স্পেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই তথ্য তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে শেয়ার করবে।
মন্ত্রী সালভাদর ইলা বলেছেন, এই তালিকা সাধারণ জনগণ এবং চাকরিদাতাদের কাছে উন্মুক্ত করা যাবে না। এই ভাইরাসকে পরাজিত করার উপায় হল আমাদের যত বেশি জনকে টিকা দেয়া হবে ততই ভালো।
করোনার কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ। দেশটিতে এখন ফাইজারের টিকা দেয়া শুরু করেছে। গত সপ্তাহেই ইইউ সদস্য দেশগুলোর জন্য অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল সোমবার লা সেক্সটা টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে ইলা জোর দিয়ে বলেন, টিকা দান বাধ্যতামূলক না। তিনি বলেন, যেটা করা হবে সেটা হল একটা নিবন্ধন করা। আমরা আমাদের ইউরোপিয়ান পার্টনারের সাথে শেয়ার করবো যে এইসব মানুষদের টিকা নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। এটা জনসম্মুখে প্রকাশ করার জন্য কোন তথ্য-প্রমাণ না। সবটাই করা হবে তথ্য রক্ষার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে সেটা করা হবে।
তিনি আরও বলেন, যারা টিকে নিতে অনিচ্ছা প্রকাশ করবে, সে কারণটাও নিবন্ধনে উল্লেখ থাকবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital