নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
মঙ্গলবার নড়াইল শহরের আশ্রম সড়কে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মাশরাফি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার বাসীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম মানিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, পরিচালক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, নড়াইল শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম প্রমুখ।